Jobayer Academy

ব্লগ বিস্তারিত

কোল্ড প্রসেজ সাবানের pH সাধারনত ৮ থেকে ১০ পর্যন্ত হতে পারে। তবে এটি নিয়ে ঘাবড়ানোর কোন কারন নেই। এই মাত্রার পিএইচ আমাদের ত্বকের জন্য সহনীয় তবে চোখ জ্বালা করতে পারে। বিশেষ করে বাচ্চাদের জন্য কোল্ড প্রসেজ সাবান ব্যবহার করা কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। আজ আলোচনা করবো কিভাবে কোল্ড প্রসেজ সাবানের পিএইচ নিয়ন্ত্রন করা সম্ভব।

ফমূলা নিয়ন্ত্রন

১। সুপার ফ্যাটের ব্যবহার: ফমূলা করার সময় সঠিক ভাবে লাই বা কষ্টিক সোডা ব্যবহার করা উচিৎ। ফর্মূলা অনুসারে আমরা সাবানে সুপার ফ্যাট ৫% থেকে ১২% বা তার অধিক ব্যাবহার করতে পারি। এই সুপার ফ্যাট সাবানে অতিরিক্ত ক্ষারের উপস্থিতি নিয়ন্ত্রন করবে। ফলে পিএইচ নিয়ন্ত্রনে থাকবে।

২। সঠিক ভাবে পারিমাপ করা: সোপ তৈরীর কাঁচামাল পরিমাপ করার সময় আমরা চেষ্টা করব কিছুটা দামি ব্যালেন্স ব্যবহার করার। বাজারে যে সকল সস্তা ব্যালেন্স রয়েছে তা বেশির ভাগ ক্ষেত্রে সঠিক ভাবে পরিমাপ করতে পারে না।

ক্ষারের উপস্থিতি পরীক্ষা ও কিউরিং

৪-৬ সপ্তাহ কিউরিং করার পরে আমরা চাইলে পিএইচ স্ট্রাইপ দিয়ে অথবা Phenolphthalein টেষ্ট করে অধিক এলকালি বা ক্ষারের পরীক্ষা করতে পারি। সঠিক পরিবেসে ও সঠিক নিয়মে সোপ কিউরিং করলে স্বাভাবিক ভাবেই পিএইচ কম হতে পারে।

সোপ pH কমানোর উপায়

কোল্ড প্রসেজ সোপ প্রাকৃতিক ভাবেই অধিক ক্ষারীয় হয়ে থাকে। চলুন কিছু পদ্ধতি আলোচনা করা যাক যার মাধ্যমে পিএইচ নিয়ন্ত্রন করা সম্ভব।

সাইট্রিক এসিড: সামান্য পরিমান সাইট্রিক এসিড সাবানের পিএইচ নিউট্রাল করতে পারে। তবে অধিক ব্যবহার স্যাফোনিফিকেশন ব্যহত করতে পারে। ওয়াটার ফেজ এ ০.৫% থেকে ১% পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।

ভিনেগার ও ল্যাক্টিক এসিড: সামান্য পরিমান ভিনেগার অথবা ল্যাক্টিক এসিড সাবানের পিএইচ নিয়ন্ত্রন করতে পারে। যদিও এসিড লাই এর ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই এডজাসমেন্ট সম্পর্কে ধারনা থাকতে হবে।

সোডিয়াম ল্যাকটেট: সোডিয়াম ল্যাকটেট সাবানকে শক্ত করতে পারে। এই উপাদানটিও সাবানের পিএইচ কমাতে ভূমিকা রাখতে পারে।

নোট: পিএইচ কামাতে রেসিপিতে অধিক পরিমান এসিড এর ব্যবহার সাবানের স্ট্রাকচার নষ্ট করে দিতে পারে। এছাড়াও সাবান নরম ও চিটচিটে হতে পারে।

শেষ কথা

সবশেষে বলতে পারি, কোল্ড প্রসেজ সাবনোর পিএইচ প্রাকৃতিক ভাবেই বেশি হতে পারে। তবে এই বেশি পিএইচ (৮-৯.৫) ত্বকের জন্য ক্ষতিকারক নয়। ব্যবহারের প্রথম দিকে কিছু অস্বস্তি লাগলেও এটি ধিরে ধিরে ত্বকে এডজাষ্ট হয়ে যাবে।

সঠিক সুপার ফ্যাটের ব্যবহার, মৃদু এসিড এর ব্যবহার ও সঠিক কিউরিং সময় মেন্টেন করে খুব সহজেই সাবানের পিএইচ নিয়ন্ত্রন সম্ভব।