Jobayer Academy

ব্লগ বিস্তারিত

সাবান তৈরি করতে কি কি লাগে সেটা নির্ভর করে সাবান তৈরীর পদ্ধতির উপর। তিন ধরনের সাবান তৈরীর পদ্ধতি লক্ষনীয়, আর এই তিন রকম সাবান তৈরী করতে তিন রকমেরই সেটআপ দরকার হবে। কোনটায় যন্ত্রপাতি লাগে, কোনটায় কেমিক

পরিবেস

সাবান তৈরী করার জন্য পরিবেস সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। পরিবেস হতে হবে আদ্রতা ফ্রি, যদিও আমাদের দেশে আদ্রতা ফ্রি পরিবেস পাওয়াটা বেশ কঠিক কাজ। এর জন্য ব্যবহার করতে হয় একটি বদ্ধ রুম আর ডিহিউমিডিফায়ার মেশিন। ডিহিউমিডিফায়ার এর বৈশিষ্ট হলো এটি বাতাসের আদ্রতা পানিতে রূপান্তর করে মেশিনে জমা করে। এতে রুম থাকে শুষ্ক। আর রুম যদি শুষ্ক না থাকে তাহলে সাবান ড্রাই করাটা বেশ কঠিন হয়ে দাড়াবে।

কাচামাল

এক এক রকম সাবানের জন্য কাচামাল এক এক রকম। তবে আমার কাছে মনে হয় ঘুরে ফিরে সকল কাচামাল একই থাকে, শুধু দুই একটা উপাদান পরিবর্তন হয়। সাবান তৈরীর কিছু কাচামালের লিষ্ট দেয়া হলো, তবে সব কাচামাল একই সাবানে ইউজ হয় না।

  • বিভিন্ন রকম উদ্ভিজ্য তেল
  • পশু চর্বি
  • সোডিয়াম হাইডোক্সাইড
  • পটাসিয়াম হাইড্রোক্সাইড
  • এসএলইএস
  • সোডিয়াম ল্যাকটেইড
  • প্রপালাইন গ্লাইকল
  • এলকোহল
  • ট্রাইইথানোলামাইন
  • বিভিন্ন ভেষজ উপদান
  • এসেনশিয়াল ওয়েল
  • ফ্রাগরেন্স
  • ইত্যাদি

যন্ত্রপাতি

যন্ত্রপাতি বলতে আসলে দুটি জিনিসকে বোঝায় প্রথমত একটি বড় পাত্র অন্যটি হলো মোল্ড বা ডাইচ। এখন এই দুটি যন্ত্র অটোমেটিকও হতে পারে আবার ম্যানুয়্যালও হতে পারে। যেমন কোল্ড প্রসেজ সোপ মেক করতে একটা স্টেইনলেস ষ্টিল এর পাত্র হলেই হয়ে যাবে, কিন্তু যখন আপনি হট প্রসেব সোপ তৈরী করবেন তখন একটি বড় পাত্র বা মেশিন দরকার হবে। অন্যদিকে আরো টুকুটাকি কিছু যন্ত্রপাতির দরকার হয় আর হলো, সোপ কাটার, থামোমিটার ও ইলেক্ট্রিক ব্যালেন্স।

আলাদা রুম

ড্রাই, প্যাকেজিং ও ষ্টোর করার জন্য দরকার হবে কয়েকটি আলাদা রুম। যাতে করে কাজ করতে সুবিধা হয়। তবে ড্রাই করতে অবশ্যই আলাদা রুপ থাকা দরকার, কারন সাবান থেকে যখন কষ্টিক সোডা উড়ে যেতে থাকবে তখন যেন সেটা আমাদের শ্বাসযন্ত্রে না প্রবেস করতে পারে।

পরীক্ষাগার

সাবানের মান নিয়ন্ত্রন করার জন্য দরকার হবে একটি পরীক্ষাগার ও একজন অভিজ্ঞ ব্যক্তি। যেখানে পিএইচ, টিএফএম সহ নানান পরীক্ষা করা সম্ভব হবে।

ডকুমেন্টস্

যে কোন ব্যবসা পরীচালনা করার জন্য ডুকুমেন্টস থাকতেই হবে। বাইরে থেকে অনেকেই এই ডকুমেন্টস নিয়ে বেশ চিন্তায় থাকে। তবে আমাদের কথা হলো, কোন কিছুই অসম্ভব নয়। কারো কাছ থেকে তথ্য না নিয়ে সরাসরি আপনি অফিসে চলে গিয়ে তথ্য নিন। এতে দেখবেন খুবই সহজ ভাবে আপনি নিজেই সকল ডকুমেন্টস্ করতে পারবেন। আর যদি কাউকে ধরে করেন তাহলে তিনি আপনাকে হাই কোর্ট দেখাবে সেটা নিশ্চিৎ থাকেন। ডকুমেন্টস্ বলতে যেমন ট্রেড লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, ট্রেড মার্ক, কম্পানি একাউন্ট ইত্যাদি। তবে সাবানের বিজসেন করতে হলে একটা বড় প্রবলেম হলো সেটা বি এস টি আই এপ্রোভাল নেয়া। তবে হোমমেড বা হ্যান্ড মেড হার্বাল সাবানের জন্য এখন পর্যন্ত বিএসটিআই লিষ্টেড নয় তাই সকলে BCSIR এর মাধ্যমে এই বিজনেস করে থাকেন।

আমার ক্ষুদ্র নলেজে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি কারো কারো উপকারে আসে। ভালো লাগলে লেখাটি আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।