যদি কখনো মনে করে থাকেন, ন্যাচারাল প্রোডাক্টের বিস্তৃতির এই যুগে প্রাকৃতিক সাবান নিয়ে আপনিও শুরু করতে চান নিজস্ব ব্র্যান্ড, তাহলে এই কোর্সটি আপনার জন্য! এই কোর্সটিতে আমরা শিখিয়েছি কিভাবে একদম গোড়া থেকে প্রাকৃতিক সাবান তৈরী করবেন, কিভাবে শুধু অন্যের, নির্দিষ্ট কিছু রেসিপিতে আটকে না থেকে, আপনি নিজের বানাতে পারবেন পছন্দমতন উপাদান দিয়ে সম্পূর্ন নিজস্ব রেসিপি এবং কিভাবে গড়ে তুলতে পারবেন আপনার স্বপ্নের কসমেটিক্স ব্র্যান্ড।
১। চাহিদা বৃদ্ধিঃ সারা বিশ্বই ক্রমাগত কেমিকাল নির্ভর পন্য থেকে সরে প্রাকৃতিক পন্যের দিকে যাচ্ছে, যার ফলে এর চাহিদা বেড়েই চলেছে।
২। সহজেই, ঘরে বসেই ব্যবসা শুরুঃ একবার ভালোমতন শিখে ফেললে, ব্যবসা শুরু করা তুলনামূলক সহজ ও কম ইনভেস্টমেন্টে সম্ভব অন্য কোনো পন্যের তুলোনায়। প্রয়োজনীয় সরঞ্জাম খুব অল্প টাকায়ই হয়ে যাবে (২-৫ হাজার টাকার মধ্যেই) এবং প্রয়োজনীয় উপাদান বেশিরভাগই পাবেন হাতের নাগালে। তাছাড়াও প্রোডাকশন ও ব্যবসা শুরু করতে পারছেন একদম ঘরে বসেই!
৩। বেসিক থেকে এডভান্সডঃ কোর্সটিতে কোল্ড প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক সাবান তৈরি শেখানো হবে একেবারে বেসিক থেকে এডভান্সড স্তর পর্যন্ত। যার অর্থ, এই বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা বা পড়াশোনা ছাড়াই আপনি শেখা শুরু করতে পারবেন এবং পুরোপুরি দক্ষ প্রাকৃতিক সাবান বিশেষজ্ঞ হওয়া পর্যন্ত আমাদের পরিপূর্ণ গাইডেন্স পাবে।
৪। নিজস্ব রেসিপি, নিজস্ব ব্র্যান্ডঃ কোর্সটিতে প্র্যাক্টিকাল এবং রেসিপির পাশাপাশি জোর দেয়া হয়েছে থিওরি ও ফর্মুলাতে, যাতে করে আপনি কোর্স সমপন্ন করে নিজের পছন্দের উপাদান দিয়ে নিজস্ব রেসিপি বানাতে পারেন। যার ফলে আপনি –