ব্যবসা পরিচালোনা করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো একটি ইকমার্স ওয়েবসাইট। তবে নতুন উদ্দক্তাদের বাজেট প্রবলেম এর কারনে অনেক সময় ওয়েব সাইট করা হয়না। আমাদের এই কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ডোমেন হোষ্টিং কেনা থেকে শুরু করে নিজে নিজে কিভাবে সাইট সেটআপ করে নিজেই বিজনেস পরিচালনা করতে পারে। আমাদের বিশ্বাস এই কোর্সটি করার পরে আপনি যে কোন মার্কেট প্লেসে কাজ তো করতেই পারবেন সাথে নিজে নিজের বিজনেস পরিচালনা করতে পারবেন।